হাল হাউজ, জেন এ্যাডামস, ১৮৬০-১৯৩৫
আমরা কেবল দেখতে চেষ্টা করি সেই মানুষকে, যিনি তাঁর প্রথম বইয়ের বিষয় হিসেবে বেছে নিয়েছিলেন গণতন্ত্র ও সামাজিক নীতিবোধকে। বলেছিলেন, গণতন্ত্র কেবল একটি তত্ত্বমাত্র নয়, গণতন্ত্র আদতে এক যাপনপদ্ধতি। আজকের সময়ে দাঁড়িয়ে স্রেফ এইটুকুর জন্যই বোধহয় তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তিনি মানুষকে মানুষ হতে শিখিয়েছিলেন, নারীকে দিয়েছিলেন আত্মবিশ্বাস, আর শাশ্বত শান্তির বাণীতে উদ্ভাসিত করতে চেয়েছিলেন মনুষ্যত্ব। জন্মমাসে আমরা সেই জেন এ্যাডামসকেই স্মরণ করতে চেয়েছিলাম।
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 08 September, 2022 | 271 | Tags : Jane Addams Settlement Movement Pacifist Movement Hull House